Become Our Affiliate Partner (AP)

Tech Stone Limited

(Daffodil Family)

দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় আইটিপ্রেমী মানুষদের নিয়ে "এফিলিয়েট পার্টনার" নিয়োগ চলছে

Tech Stone Limited, Daffodil পরিবারের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার কোম্পানি যারা নিজেদের বানানো সফটওয়্যার গুলোর সেবা সারা দেশের সকল উপজেলায় স্থানীয় আইটি উদ্যোক্তাদের মাধ্যমে দিয়ে থাকে। আমাদের সাথে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়ে আপনি আপনার নিজ এলাকার একমাত্র সফটওয়্যার ডিলার/পার্টনার হিসেবে উপভোগ করুন ব্যবসার স্বাধীনতা, আইটি ব্যবসায়ী হিসেবে পরিচিতি, একই সাথে প্রতি মাসে নির্দিষ্ট ইনকাম যা পারফরম্যান্স অনুযায়ী বাড়ানো যায়।

২০২০ সাল থেকে নিজেদের কার্যক্রম শুরু করে Dcampus (Educational Institute Management Software) এর মাধ্যমে সারাদেশে সেবা দেয়ার কার্যক্রম শুরু হয়।

নভেম্বর ২০২১ সালে আরো বড় আকারে নিজেদের সেবা নিয়ে কাজ করার লক্ষ্যে Tech Stone Limited এর সাথে চুক্তিবদ্ধ হয় Daffodil Computers Limited এবং Bangladesh Venture Capital। বর্তমানে Daffodil family এর সদস্য হিসেবে Tech Stone Limited এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টেক স্টোন টিম এই সেক্টরে দেশের বাজারে বিগত ৫ বছরেরও অধিক সময় ধরে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে অভিজ্ঞ পরিচালনা পর্ষদ নিয়ে সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে চলছে। Affiliate Partner (AP) হিসেবে যোগ দিয়ে নিজ উপজেলায় সফটওয়্যার ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়ুন।

Partnership Scope and Benefits

Affiliate Partner (AP)

  • সরাসরি কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হয়ে নির্দিষ্ট এলাকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং সুবিধা উপভোগ করবেন

  • ব্যবসায়ীক এলাকা নির্দিষ্ট থাকবে

  • সফটওয়্যার থেকে মাসিক/ বাৎসরিক ধারাবাহিক ইনকাম করার সুবিধা আছে

  • পার্টনারশিপ চুক্তি করা হবে

  • ভিজিটিং কার্ড/ আইডি কার্ড দেয়া হবে

  • প্রোগ্রামে অংশগ্রহণ এবং সকল প্রকার ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন।

  • বিজনেস অপারেশন এর জন্য AP Portal দেয়া হবে

  • একজন AP যেকোনো সময় নিজের প্রতিষ্ঠান গুলোকে সঠিকভাবে সাপোর্ট দেয়ার নিমিত্তে Reseller হিসেবে দায়িত্ব নিতে পারবেন।

Senior Affiliate Partner (Sr. AP)

  • নিজে একজন এফিলিয়েট পার্টনার হিসেবে সকল দায়িত্ব পালন এবং সুবিধা উপভোগ করবেন। সিনিয়র হিসেবে কিছু বিশেষ দায়িত্ব এবং কোম্পানির অংশ হতে অতিরিক্ত কমিশন প্রাপ্ত হবেন

  • ব্যবসায়ীক এলাকা নির্দিষ্ট থাকবে। পাশাপাশি কিছু এরিয়ার জন্য কোম্পানি থেকে দেয়া নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন।

  • সফটওয়্যার থেকে মাসিক/ বাৎসরিক ধারাবাহিক ইনকাম করার সুবিধা আছে

  • পার্টনারশিপ চুক্তি করা হবে, ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দেয়া হবে

  • প্রোগ্রামে অংশগ্রহণ এবং সকল প্রকার ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন

  • বিজনেস অপারেশন এর জন্য AP Portal সুবিধা পাওয়া যাবে

  • একজন Sr. AP যেকোনো সময় নিজের প্রতিষ্ঠান গুলোকে সঠিকভাবে সাপোর্ট দেয়ার নিমিত্তে Reseller হিসেবে দায়িত্ব নিতে পারবেন।

Reseller

  • নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নিয়ে আমাদের পলিসি অনুযায়ী কাজ করা যাবে

  • কোন এরিয়া ভিত্তিক চুক্তি থাকবে না

  • সেল করে দেয়ার পর এককালীন বা রেগুলার সেবা দেয়ার বিনিময়ে ধারাবাহিক ইনকাম করার সুযোগ আছে

  • পার্টনারশিপ চুক্তি করার প্রয়োজন নাই

  • ভিজিটিং কার্ড/ আইডি কার্ড দেয়া হবে না

  • কোম্পানির প্রোগ্রামে/ক্যাম্পেইনের অংশগ্রহণের প্রয়োজন নেই

  • বিজনেস অপারেশন এর জন্য কোন ধরণের পোর্টাল দেয়া হবে না

  • একজন Reseller নিয়ম অনুযায়ী এরিয়া ফাঁকা থাকা সাপেক্ষে AP হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

টেক স্টোন লিমিটেড এর সাথে অ্যাফিলিয়েট পার্টনার (AP) হওয়ার সুবিধা:


  • Tech Stone এর সফটওয়্যার সমূহ নিয়ে নিজ এলাকায় সেবা প্রদানের মাধ্যমে প্রতি মাসে ভাল ইনকাম করার সুযোগ

  • নিজ এলাকায় প্রতিষ্ঠান সমূহের সাথে কাজ করে আইটি ব্যাবসায়ী হিসেবে পরিচিতি তৈরি করা

  • বড় ইনভেস্টমেন্ট / নিজের সকল প্রকার লাইসেন্স/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়েগের মাধ্যমে সফটওয়্যার কোম্পানি না করেই, অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে সফটওয়্যার ব্যাবসায়ী হিসেবে কাজ করার সুযোগ

  • মাসিক/বাৎসরিক সার্ভিস চার্জ এর বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে Dcampus সফটওয়্যার এর সেবা চুক্তি করা হয়। প্রতিষ্ঠানে সেবা দেয়ার বিনিময়ে সেবা চার্জ থেকে একটি অংশ পাওয়ার সুযোগ রয়েছে।

  • নিজ এলাকার সকল প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার, ইউএনও, এমপি, ডিসি, পুলিস সুপার (শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি) দের সাথে কাজের সুযোগ

  • অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিমের সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী দীর্ঘদিন একসাথে ব্যবসা করার সুযোগ পাওয়া যাবে

আমাদের সাথে কাজ শুরু করার প্রক্রিয়া:

  • প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে Dcampus সম্পর্কে অনলাইনে বেসিক ধারণা নিয়ে নিন (লিংক পেতে ক্লিক করুন)

  • এফিলিয়েট পার্টনার (AP) হওয়ার জন্য আবেদন ফরম পূরণ করুন। (ফরম পেতে ক্লিক করুন)

  • ফরম পূরণের পর হেড অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা নেয়া হবে।

সফটওয়্যার এর লিংক সমূহ

Be Your Clients’ Guide to Navigating Changes

সাধারণ জিজ্ঞাসা

আমি কিভাবে লাভবান হতে পারি?

এটি একটি পার্টনারশিপ ব্যবসার সুযোগ যেখানে নিজ এলাকায় সফটওয়্যার সেবা প্রদানের মাধ্যমে মাসিক ফিক্সড ইনকাম এবং ব্যবসার মতো সময়ের স্বাধীনতা উপভোগ করা যাবে।

আমি কতটুকু এলাকা নিয়ে কাজ করতে পারবো ?

এক বা একাধিক উপজেলা বা জেলা নিয়ে কাজ করা সম্ভব

সর্বোচ্চ কতটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করা যাবে?

কোম্পানির সাপোর্ট পলিসি অনুযায়ী নির্দিষ্ট এরিয়ায় যতো বেশি প্রতিষ্ঠানে আপনি সেবা দিতে পারবেন

আমি কি কি সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবো?

ওয়েবসাইট, অনলাইন ভর্তি, হাজিরা ম্যানেজমেন্ট, রেজাল্ট ম্যানেজমেন্ট, ফিস কালেকশন, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং, লটারী সফটওয়্যার, রিইউনিয়ন সফটওয়্যার। এছাড়াও শিক্ষার্থীদের টাই, মনোগ্রাম, শোল্ডার ব্যাজ ইত্যাদি

সফটওয়্যার ব্যবসা করার জন্য কত দিনের ট্রেনিং করতে হবে?

মাত্র ৩/৪ ঘণ্টা অনলাইনে ট্রেনিং নিলেই হবে। সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণা নিলেই কাজ করার মত অবস্থা তৈরি হবে। অনলাইনে বিনা মূল্যে প্রতিদিনই প্রশিক্ষণ নেয়ার সুযোগ আছে। আপনি চাইলে সরাসরি অফিসে এসেও ট্রেনিং নিতে পারেন।

এফিলিয়েট পার্টনার হিসেবে আমার কাজ কি হবে?

  • সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণা নেয়া

  • নিজ এলাকায় সম্ভাব্য সকল প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতিদের সাথে যোগাযোগ করা

  • সকল প্রতিষ্ঠানের সভাপতিদের সাথে যোগাযোগ রক্ষা করা

  • সফটওয়্যার সেবা দেয়ার লক্ষ্যে চুক্তি করা

  • ক্লায়েন্টকে সফটওয়্যার বুঝিয়ে দেয়া এবং প্রয়োজনীয় সাপোর্ট দেয়া

কোম্পানি থেকে কি কি সাপোর্ট পাওয়া যাবে?

  • ভিজিটিং কার্ড, আইডি কার্ড, লিফলেট প্রদান করা হবে

  • সকল প্রতিষ্ঠানে হেড অফিস থেকে মার্কেটিং করে দেয়া হবে

  • সফটওয়্যার সংক্রান্ত যে কোন বিষয়ে ট্রেনিং, কাস্টমার সাপোর্ট সেবা দেয়া হবে

  • বিজনেসের তথ্য ম্যানেজ করার জন্য পার্টনার পোর্টাল দেয়া হবে

এফিলিয়েট পার্টনার হিসেবে কোন প্রকার চুক্তি করা হবে কি?

প্রাথমিক ভাবে কোন চুক্তি করা হবে না, সফটওয়্যার সেল হওয়ার পর আর্থিক লেনদেন শুরু হলে উভয় পক্ষের মধ্যে পার্টনারশিপ চুক্তি করা হবে।

Agreement Signing Ceremony

Tech Stone & Daffodil

Investment Ceremony of BVCL

Tech Stone Limited & Daffodil Family

Our Product & Services

অনলাইন ভর্তি

হাজিরা

রেজাল্ট

ফিস কালেকশন

একাউন্টিং

এসএমএস

ওয়েবসাইট

আইডি কার্ড

টাই

মনোগ্রাম

শোল্ডার ব্যাজ

শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার ছাড়াও আমাদের রয়েছে

  • ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সফটওয়্যার

  • হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার

  • পয়েন্ট অফ সেলস

  • এইচআর সফটওয়্যার

  • সি আর এম সফটওয়্যার

  • অ্যাকাউন্টিং সফটওয়্যার

  • এপ্রুভাল সফটওয়্যার

  • রিইউনিয়ন সফটওয়্যার

  • অনলাইনে লটারি সফটওয়্যার

Be Your Clients’ Guide to Navigating Changes